ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

করোনা আতঙ্কে বাংলাদেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল বন্ধ


প্রকাশ: ৬ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


করোনা আতঙ্কে বাংলাদেশের সঙ্গে কুয়েতের বিমান চলাচল বন্ধ

   

 

আন্তজার্তিক ডেস্কঃ করোনাভাইরাসের (কোভিড-১৯) ঝুঁকি এড়াতে বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুয়েত সরকার।

গতকাল শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে এবং তা আগামী এক সপ্তাহ পর্যন্ত বহাল থাকবে বলে জানা গেছে।

নিষেধাজ্ঞার আওতায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো-মিশর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা ও ভারত।

এসব দেশের নাগরিকরা যারা দেশগুলোতে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

কুয়েতের বেশ কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ কারণে করোনাভাইরাস যেন দ্রুত বাংলাদেশসহ এসব দেশে না ছড়ায় সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার।

কুয়েতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৮ জনের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।


   আরও সংবাদ