ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

সৌদি আরব জেদ্দা কনস্যুলেটে ঐতিহাসিক ৭ মার্চ পালন


প্রকাশ: ৭ মার্চ, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


সৌদি আরব জেদ্দা কনস্যুলেটে ঐতিহাসিক ৭ মার্চ পালন

   

কূটনৈতিক প্রতিনিধি : কনস্যাল জেনারেল ফয়সাল আহমেদ শুভেচ্ছা বক্তব্য বলেন, যতদিন এই বাংলাদেশ আছে ততদিন বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সবার মাঝে বেঁচে থাকবেন। স্বাধীনতার এই লাল সবুজের পতাকা তারই দেয়া। বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।

শনিবার কনস্যুলেট প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শুনান কনস্যাল জেনারেল ফয়সাল আহমেদ। 

তিনি বলেন, বঙ্গবন্ধু একটি দুর্নীতি মুক্ত শোষণ মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছেন বঙ্গবন্ধুর ডাকে আপামর জনগণ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক তথ্য জানতে হবে উল্লেখ করেন। এসময় তিনি প্রাণঘাতী করোনা ভাইরাস নিয়ে প্রবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব কে এম সালাউদ্দিন আহমেদে। এতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।


   আরও সংবাদ