ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

নারী শক্তির অনুপ্রেরণা শেখ হাসিনা : ড. শিরীন শারমিন


প্রকাশ: ৮ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


নারী শক্তির অনুপ্রেরণা শেখ হাসিনা : ড. শিরীন শারমিন

   

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের স্পিকার বলেছেন, বাংলাদেশ সংসদে ৭২ জন নারী সংসদে আছেন। যার ৫০জন নারী সংরক্ষিত নারী আসনে প্রতিনিধিত্ব করছেন। সংসদ নেতা একজন নারী, বিরোধীদলীয়, সংসদ উপনেতা, স্পিকার একজন নারী। যা একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব।

সোমবার  মহিলা আওয়ামীলীগ আয়োজিত জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নে বাংলাদেশ, শেখ হাসিনার অবদান শীর্ষক সেমিনারে জাতীয় সংদদের স্পিকার ড. শিরীন শারমিন এসব কথা বলেন।

তিনি বলেন, নারীশক্তির অনন্য প্রতীক হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজ নারী নেতৃত্বের কারণে বাংলাদেশ আওয়ামী মহিলা লীগ অনেক দৃশ্যমান। তিনি মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বেগম বদরুন্নেসা আহমেদকে স্মরণ করেন। এসময় দুজন সংসদ সদস্যসহ ১০ জন অনন্যা নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন । 

বাংলাদেশের সকল নারীদের পাশে দাঁড়াতে মহিলা আওয়ামী লীগের প্রতি আহবান জানিয়ে শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালের সংবিধানেই নারী-পুরুষের সমান অধিকারের কথা বলে গেছেন। অতিসম্প্রতি আমার দেখা নয়া চীন বইটি বইমেলায় সর্বোচ্চ বিক্রি হয়েছে। সে বইয়ে নারীর সম অধিকারের বিষয়টি বঙ্গবন্ধু লিখে গেছেন। যে কারণে আজ বাংলাদেশেত নারীরা আজ অগ্রসর হয়েছে।

নারীর প্রতি সহিংসতাকে আমরা দেখতে চাই না উল্লেখ করে তিনি বলেন, একজন নারী হলেন, একজন মা, গৃহিনী, একজন বোন। কর্মজীবী নারীদের চলাচলের পথ সুগম করতে সকলের দায়িত্ব নেয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহের আফরোজ চুমকি। সভাপতিত্ব করেন আলহাজ্ব সাফিয়া খাতুন, মূল প্রবন্ধ পাঠ করেন ব্যারিস্টার ফারজানা মাহমুদ স্বাগত বক্তব্য দেন, মাহমুদা বেগম।


   আরও সংবাদ