ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

ইয়াবাসহ জবির কর্মচারী গ্রেফতার


প্রকাশ: ৮ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ইয়াবাসহ জবির কর্মচারী গ্রেফতার

   

 

অংকুর মণ্ডল,জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিসের আল-আমিন নামে এক কর্মচারীকে ১৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃত আসামী সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি, জবি-এর প্রচার সম্পাদক বলে জানা গেছে। এছাড়া আরও জানা যায়, গতকাল (৮ মার্চ) বিকাল ৪ টা ১০মিনিটে সদরঘাটের ওয়াইজঘাট মোড় থেকে তাকে গ্রেফতার করে কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক পবিত্র সরকার ও খালিদ। এ সময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।


এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা, উপ-পরিদর্শক খালিদ জানান, এ ব্যাপারে কোতয়ালী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা  হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 
এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, তার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নিবেন এবং আমার কাছে কোন অভিযোগ আসলে ব্যবস্থা নিব।

আটক হওয়া আসামী আল-আমিন এর ব্যাপারে জানার জন্য সহায়ক কর্মচারী কল্যাণ সমিতি, জবি-এর সভাপতি আব্দুর রহমানের সাথে কয়েকবার যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।


   আরও সংবাদ