ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

পায়ুপথে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় আটক বাবা-ছেলে


প্রকাশ: ৮ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


পায়ুপথে কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় আটক বাবা-ছেলে

   

স্টাফ রিপোর্টার : কক্সবাজার থেকে পায়ুপথে ইয়াবা বহন করে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আর্মড পুলিশের হাতে আটক বাবা-ছেলে।

সোমবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। 

আটককরা হলেন- পিতা ইউনুস (৪৫) এবং তার ছেলে রাসেল (১৫)।  

এএপির অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বলেন, বিকেলে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গমন রাস্তা সংলগ্ন স্থানে সন্দেহজনক ঘোরা ফেরা করতে দেখে বাবা-ছেলেকে আটক করে দায়িত্বরত এএপির সদস্যরা। পরে তাদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। 

একপর্যায়ে পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তারা। এরপর ইউনুসের পায়ুপথ থেকে ১ হাজার ৮৫০ এবং রাসেলের পায়ুপথ থেকে ১ হাজার পিস ইয়াবা বের করে আনা হয়। 

জব্দ ইয়াবার বাজার মূল্য ৮ লাখ ৫৫ হাজার টাকা। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তারা নভোএয়ারে করে কক্সবাজার থেকে ঢাকায় আসেন। টেকনাফের নয়াপাড়া (সাব্রাং) জাবেদ তাদের ইয়াবাগুলো ঢাকায় জনৈক এক ব্যক্তির কাছে পৌঁছে দেয়ার কথা বলেন।

যোগাযোগের একটি মোবাইল নম্বর দেয়া হয়। ইয়াবাগুলো পৌঁছে দিতে পারলে ইউনুস ৩০ হাজার টাকা পেতেন। 

এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।


   আরও সংবাদ