ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

সিঙ্গাপুরে করোনাই আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজনই সুস্থ : পররাষ্ট্রমন্ত্রী


প্রকাশ: ৮ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সিঙ্গাপুরে করোনাই আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজনই সুস্থ : পররাষ্ট্রমন্ত্রী

   

কূটনৈতিক প্রতিবেদক : নভেল করোনাভাইরাসে সিঙ্গাপুরে আক্রান্ত বাংলাদেশি পাঁচজনের মধ্যে চারজনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, সঙ্কটাপন্ন অবস্থায় থাকা অপরজনের উন্নতির কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার (৯ মার্চ) রাতে ঢাকায় কমনওয়েলথ ডে' শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিদেশে থাকা বাংলাদেশিদের মধ্যে সিঙ্গাপুরেই প্রথম বাংলাদেশি রোগী ধরা পড়ে। এরপর সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে দুই বাংলাদেশি আক্রান্ত হন।

করোনাভাইরাসের কারণে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে অনেক পরিবর্তন আনতে হয়েছে। বড় আকারের জনসমাগম হবে না। আমরা ছোট আকারে দিনটি উদযাপন করব।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যারা চান না মুজিব বর্ষের অনুষ্ঠানে এখানে এসে বিদেশি মেহমানরা আক্রান্ত হোক।

জলবায়ু পরিবর্তনের জন্য কমনওয়েলথ দেশগুলোর প্রতি আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান মিষ্টার মোমেন।


   আরও সংবাদ