ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

৭ মার্চের ভাষণের ভুল খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ : হাইকোর্ট


প্রকাশ: ৯ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


৭ মার্চের ভাষণের ভুল খতিয়ে দেখতে কমিটি গঠনের নির্দেশ : হাইকোর্ট

   

স্টাফ রিপোর্টার : সংবিধানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ভুলভাবে উপস্থাপনে করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

আগামী ৬ সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন।

একইসঙ্গে সংবিধানে বঙ্গবন্ধুর সঠিক ভাষণ অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে তথ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।


   আরও সংবাদ