ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

তুলির রঙে ক্যাম্পাস রাঙাতে তিতুমীর কলেজে আর্ট ক্লাবের যাত্রা


প্রকাশ: ১০ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


তুলির রঙে ক্যাম্পাস রাঙাতে তিতুমীর কলেজে আর্ট ক্লাবের যাত্রা

   

 

মো আসিফ, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ ক্যাম্পাসকে রঙের তুলি দিয়ে রাঙাতে  সরকারি তিতুমীর কলেজে  প্রতিষ্ঠিত হয়েছে তিতুমীর আর্ট ক্লাব (টি এ সি)। তিতুমীরের দেয়াল এবং ক্যাম্পাসকে বিভিন্ন কারুকার্য দিয়ে সৌন্দর্য বর্ধিত করার পাশাপাশি আর্ট শিল্পে প্রতিভাবান শিক্ষার্থীদের সুযোগ করে দেয়াই  তিতুমীর আর্ট ক্লাবের উদ্দেশ্য। 

গত ৫ই মার্চ তিতুমীর আর্ট ক্লাবের সার্বিক তত্ত্বাবধানে থাকা  বাংলা বিভাগের প্রভাষক সুশান্ত কুমার সরকার সহ এ ক্লাবের অতন্ত ৩০ জন সদস্য  সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ প্রফেসর মো আশরাফ হোসেন এর কাছে তিতুমীর আর্ট ক্লাব গঠনের অনুমতি চেয়ে আবেদন করলে তিনি এ আবেদন মঞ্জুর করেন।

 

অধ্যক্ষ প্রফেসর মো আশরাফ হোসেন এ ক্লাবের  শুভকামনা জানিয়ে   বলেন, তোমাদের  কার্যক্রম  শুরু করো। তিতুমীর কলেজ তোমাদের  সর্বাত্মক সহযোগিতা করবে। যেকোনো কাজে আমরা তোমাদের  পাশে আছি।

এরই মধ্যে তাদের প্রথম কার্যক্রমে প্রশংসা পেয়েছে তিতুমীর কলেজ আর্ট ক্লাব। ৯ই মার্চ সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহযোগীতা ও অর্থয়নে বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকির চোখ ধাঁধানো অংঙ্কন করে ব্যাপক সারা ফেলেছে।

 

তিতুমীর আর্ট ক্লাবের পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে চাওয়া হলে এ ক্লাবের প্রচার সম্পাদক মো গোলাম রাব্বানি শ্রাবণ বিএননিউজকে  বলেন, 'আমাদের হাতে সময় স্বল্পতার কারণে আমরা আপাতত ১৭ মার্চ স্বল্প পরিসরে কিছু করার কথা ভাবছি । তবে ২৬শে মার্চ আমরা বেশ কিছু প্রোগ্রাম করার পরিকল্পনা হাতে নিয়েছি'।

এ ক্লাবের সদস্য সংগ্রহনের প্রক্রিয়া সম্পর্কে চাওয়া হলে তিতুমীর আর্ট ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবরার মাহি বলেন,  নির্দিষ্ট কিছু ফি দিয়ে আমাদের থেকে ফরম পূরন করতে হবে।  পরবর্তীতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য সদস্য নেয়া হবে।

আবরার মাহি  তিতুমীর আর্ট ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, তিতুমীর আর্ট ক্লাবকে একটি শক্ত জায়গায় আমরা প্রতিষ্ঠিত করতে চাই। প্রতিভাবান আগ্রহী আর্ট শিল্পীর রঙের তুলিতে সাজিয়ে তুলবে তিতুমীরের সৌন্দর্য সেটাই আমার প্রত্যাশা।


   আরও সংবাদ