ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

সংগ্রামী সফল নারী' সম্মাননা পেলেন জবির অধ্যাপক ড. আনোয়ারা


প্রকাশ: ১০ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সংগ্রামী সফল নারী' সম্মাননা পেলেন জবির অধ্যাপক ড. আনোয়ারা

   

জবি থেকে অংকুর মণ্ডল : মহান মুক্তিযুদ্ধ ও  সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ 'সংগ্রামী সফল নারী' সম্মাননা পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম।  

আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংগঠন অগ্রগামী মিডিয়া ভিশন এর উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সম্মাননা দেওয়া হয়। 

উল্লেখ্য, অধ্যাপক ড. এস এম আনোয়ারা বেগম ৯ নম্বর সেক্টরের অধীনে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। 

বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্তব্যরত আছেন।


   আরও সংবাদ