ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় ভ্রাম্যমান আদালত সতর্ক করা হলো ব্যবসায়ী ও যানচালকদের


প্রকাশ: ১০ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় ভ্রাম্যমান আদালত সতর্ক করা হলো ব্যবসায়ী ও যানচালকদের

   

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি :
যশোরের চৌগাছায় পরিচালনা করে বিভিন্ন দোকানিদের ফুটপাথ দখল
করে মালামাল রাখা, হোটেল রেস্তরা অপরিস্কার রাখা, রাস্তার উপর বিভিন্ন
প্রকার যান রেখে যানযটের সৃষ্টি করার বিরুদ্ধে ও ফার্মেসি গুলিতে
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা
হয়েছে। এসময় ফার্মেসিগুলির লাইসেন্সও পরীক্ষা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম
অভিযানকালে ব্যবসায়ীদের এসব বিষয়ে সতর্ক করে দেন। এসময় তার সাথে
ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র পালসহ পুলিশ সদস্যরা।

বুধবার দুপুর একটার দিকে শহরের ভাস্কর্য মোড় থেকে অভিযানের শুরু করা
হয়। এসময় সেখানে অবস্থিত মুদি দোকানের গ্যাস সিলিন্ডার সড়কের
উপরে রাখা, একটি ওয়েল্ডিংয়ের দোকানের মালামাল রাস্তার উপর রেখে যানজটের সৃষ্টি করা, ও হোটেলে অপরিস্কার অবস্থায় মিষ্টি রাখার বিষয়ে সতর্ক করা হয়। ভাস্কর্য মোড়ে ফুটপথের উপর একটি ফুচকার দোকান, ইজিবাইক,
আলমসাধু, ইঞ্জিনচালিত ভ্যান রেখে যানযটের সৃষ্টি করার বিষয়ে
সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

 এরপর চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময়
কয়েকটি ফার্মেসির দোকানি দোকান বন্ধ করে পালিয়ে যায়। সেসব দোকানগুলিতে তালা লাগিয়ে দেন উপজেলা নির্বাহী অফিসার। পরে ওইসব দোকানিরা এসে ক্ষমা প্রার্থনা করে আবার দোকান খোলেন। হাসপাতাল গেটের ফার্মেসি দোকানগুলির লাইসেন্স পরীক্ষা করা হয় এবং দোকানে কোন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে কিনা পরীক্ষা করা হয়।

 আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম এসময় ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির বিষয়ে সতর্ক করে দেন। তিনি সকল ব্যবসায়ী ও যানগুলির চালকদের সতর্ক করে দেন এবার প্রাথমিকভাবে সতর্ক করে দেয়া হলো পরবর্তীতে এসব বিষয়ে কোন ছাড় দেয়া হবে না।


   আরও সংবাদ