ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

পলাশে স্যামরি ডায়িং কারখানায় আগুন, ১০ কোটি টাকার মালামাল পুড়ে ছাই


প্রকাশ: ১২ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


পলাশে স্যামরি ডায়িং কারখানায় আগুন,  ১০ কোটি টাকার  মালামাল পুড়ে ছাই

   

 

বোরহান মেহেদী [ নরসিংদী] : 
নরসিংদীর পলাশে সুতা ও কেমিক্যাল গোডাউনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার [১২ মার্চ] সন্ধ্যা সারে ৫টার দিকে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভূইয়ার ঘাটে স্যামরি ডায়িংয়ের একটি সুতা ও কেমিক্যালস গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে।  আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা [অ.দা.] ফারহানা আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ নাসিরউদ্দিন, ৪ নং ওয়ার্ড  কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম রুমেল।

স্যামরি ডাইং কারখানার জিএম মেজর [অব.] আরেফিন জানান, সন্ধা সাড়ে পাঁচ টার সময় প্রতিষ্ঠানটির সুতা ও কেমিক্যালস গোডাউনে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে গোডাউনে থাকা সুতা, সুতার কেমিক্যাল, মেশিনারী ও ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষতি হয়। গোডাউনে লোক না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা সাদেকুল বারী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পলাশ, নরসিংদী, মাধবদী, কালীগঞ্জ ও গাজীপুরসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ২ ঘন্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।


   আরও সংবাদ