ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

কালীগঞ্জ উপজেলায় রাস্তার পাশে আহত অবস্থায় পরে থাকা শিশু টির পরিচয় মিলেছে।


প্রকাশ: ১২ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কালীগঞ্জ উপজেলায় রাস্তার পাশে আহত অবস্থায় পরে থাকা  শিশু টির পরিচয় মিলেছে।

   

 

বিএন ডেস্কঃ তার চাচা মতিউর রহমান সহ কয়েকজন  আজ শুক্রবার সন্ধ্যায় এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে শনাক্ত করেন। 

শিশুটির নাম মাহাবুর ময়মনসিংহ জেলার ধোবাউরা  উপজেলার বেতগািয়া 
গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তার মায়ের  নাম আফিয়া বেগম দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়। 
তার বাবা মা, থাকতেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাওনায়। 

চাচা বলেন, পুবাইল  থানা হায়দরাবাদ  এলাকায় হাজী ফজলুল হক হাফিজিয়া মাদ্রাসায় থেকে পড়াশুনা করতো। 

গত ৭ মার্চ  মাগরিবের নামাজের পর ওই মাদ্রাসার শিক্ষক তাদেরকে মুঠোফোনে জানান, ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। 
পরে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে থানায় সাধারন ডায়েরি করেছেন।
তিনি বলেন,   অনলাইন, পত্রিকা বিভিন্ন মাধ্যমে সংবাদ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায়  হাসপাতালে এসে শনাক্ত করেন।  

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কাজী কামাল মিয়া। তিনি বলেন, শিশু টিকে  উদ্ধার করার পর থেকে এই পর্যন্ত প্রতিদিন তার খোঁজ খবর নিচ্ছেন এবং হাসপাতালে
দেখ শোন করেন।  আজ তাদের স্বজন পাওয়া গেছে।

তাদের বাবা মা খবর পেয়েছেন। তারাও মেডিকেলে আসিতেছেন বলেও জানান। 
শিশুটির চাচা, শিশু টির বাবার বরাদ দিয়ে বলেন, নিখোঁজের পর দিন অজ্ঞাত পরিচয়ে এক ব্যাক্তি ফোনে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানা ও রেবা অবগত রয়েছে বলেও জানান তিনি।


   আরও সংবাদ