ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

কাল ঢাবির জরুরি সভা, আসতে পারে বন্ধের সিদ্ধান্ত


প্রকাশ: ১৪ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কাল ঢাবির জরুরি সভা, আসতে পারে বন্ধের সিদ্ধান্ত

   

 

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় বন্ধের দাবির প্রেক্ষিতে আগামীকাল জরুরি সভা ডেকেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল ১০টায় পুরাতন সিনেট ভবনে সভাটি অনুষ্ঠিত হবে। 

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ডীন, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টর, চীফ মেডিকেল অফিসারসহ সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। 

এ তথ্য নিশ্চিত করে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতিতে সভায় বসছে প্রশাসন। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের জন্য মঙ্গল হয় এমন সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেশের প্রয়োজনে কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হবে।

এদিকে, গতকাল থেকে চার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বন্ধের দাবিতে অনশন করছিলেন। পরে আজ সন্ধ্যায় প্রক্টরের আশ্বাসে অনশন ভাঙ্গেন তারা। এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধের আহ্বান জানিয়েছে ঢাবি শিক্ষক সমিতি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ডাকসু।


   আরও সংবাদ