ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

তিতুমীরে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ অনুষ্ঠিত


প্রকাশ: ১৫ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


তিতুমীরে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ অনুষ্ঠিত

   


তিতুমীর কলেজ প্রতিনিধি: "স্বপ্ন পূরণে আগামীর পথে থাকবো মোরা একসাথে" স্লোগানে ২০১৮-২০১৯শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে সরকারি তিতুমীর কলেজে লক্ষ্মীপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ।

রবিবার (১৫ মার্চ) সকাল ১১ টায় ব্যবস্থাপনা বিভাগের সেমিনারে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।

কমিটির সাংগঠিনিক সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় কোরআন তিলাওয়াতের মাধ্যদিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা বিভাগের প্রধান প্রফেসর মো: সাইফুল হক। বিশেষ অতিথি অত্র বিভিাগের প্রভাষক সালমা। 

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, লক্ষ্মীপুর জেলা থেকে আগত ১৯-২০ শিক্ষা বর্ষে প্রায় ৫০ জনের মত শিক্ষ্মার্থী তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগে পড়ার সুযোগ পেয়েছে। তাদেরকে বরণ করতেই তাদের আজেকের এমন আয়োজন।

ছাত্র কল্যানে সাংগঠনিক মেহেদি হাসান বলেন, আমাদের জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য কাজ করে যাব আর। তাদের প্রয়োজনে বিলিয়ে দিব নিজেকে।

আদনান মুজাহিদ বলেন, এমন নবীনবরণ আমরা না পেলেও ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য করতে পেরে ভালোই লাগছে। এভাবেই প্রাণের সংগঠন বহুদূর এগিয়ে যাক।

এছাড়াও প্রোগ্রামে উপস্থিত ছিল, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান সোহাগ, আদনান, তারেক, তামিম, আজিজ সহ তিতুমীরে পড়ুয়া লক্ষ্মীপুরের অন্যান্য শিক্ষার্থীগন। 

উল্লেখ্য, তিতুমীর কলেজস্থ লক্ষ্মীপুর জেলা ছাত্র কল্যানের পদযাত্রা শুরু হয়েছিল ২০০৬ সাল থেকে।


   আরও সংবাদ