ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জবিতে করোনা ভাইরাস সচেতনে লিফলেট বিতরণ


প্রকাশ: ১৫ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


জবিতে করোনা ভাইরাস সচেতনে লিফলেট বিতরণ

   

জবি প্রতিবেদক : শিক্ষিত জাতি গঠনে দেশের অংশীদার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে করোনা ভাইরাস থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে।

সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি শ্যামল পাল, পরিচালক ওয়াহিদুজ্জামান সরকার জামাল, পরিচালক রতন পাল, কাজী জহুরুল ইসলাম বুলবুল, শাহ আলম, গোলাম এলাহি জায়েদসহ পুস্তক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি দেশের ৬৪ জেলায় একসাথে নানান কর্মসূচি গ্রহণ করেছে। দেশের বিভিন্ন উপজেলায় রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। রচনা প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে সম্মাননা পুরষ্কার ও প্রতিযোগিদেরও লিখিত রচনা সংকলনের মাধ্যমে একটি পুস্তক বের করা হবে।


   আরও সংবাদ