ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে প্রবাসীকে জরিমানা


প্রকাশ: ১৮ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতে প্রবাসীকে জরিমানা

   

সাতক্ষীরার থেকে শিমুল : সাতক্ষীরার কালিগঞ্জে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে না থেকে ঘোরাঘুরি করার দায়ে  প্রবাসী আরিজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সে উপজেলার মৌতলা ইউনিয়নের নরহরকাঠী গ্রামের আব্দুল কাদের এর পুত্র।

বৃহস্পতিবার(১৯ মার্চ) রাত সাড়ে ৮ টায় কালিগঞ্জ উপজেলায় প্রকাশ্যে চলাফেরা করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার(ভুমি)  সিফাত উদ্দিন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা করোনা প্রতিরোধে গঠিত কুইক রেস্পন্স টিমের সদস্য কালিগঞ্জ থানার উপ সহকারি পরিদর্শক রূপক সাহা সহ সঙ্গীয় ফোর্স ও কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্র এর মেডিকেল অফিসার ডাঃ গোলাম মোস্তফা। 

জানা গেছে আরিজুল ইসলাম মালায়েশিয়া থেকে সম্প্রতি বাড়িতে ফিরে অবাধে হাট বাজার সহ বিভিন্ন যায়গায় খোলামেলা চলাচল করছিলেন প্রশাসনের আদেশ অমান্য করে।


   আরও সংবাদ