ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

একদিনের ব্যবধানে কালিগঞ্জে পেঁয়াজ রসুনের দাম বৃদ্ধি, জনমনে অসন্তোষ


প্রকাশ: ১৯ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


একদিনের ব্যবধানে কালিগঞ্জে পেঁয়াজ রসুনের দাম বৃদ্ধি, জনমনে অসন্তোষ

   

সাতক্ষীরা থেকে শিমুল : একদিনের ব্যবধানে কালিগঞ্জ উপজেলায় পেঁয়াজ রসুনের দাম বৃদ্ধি, জনমনে অসন্তোষ। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী ভুক্তভোগীদের।

শুক্রবার (২০ মার্চ) সকালে বিএন নিউজের এই প্রতিনিধিকে বাজারের ব্যবসায়ীরা জানান, আড়োতদারদের ব্যবসায়ীরা চড়াদামে পেঁয়াজ রসুন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশি নিচ্ছে। 

কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার, মৌতলা বাজার, বালিয়াডাঙ্গা বাজারসহ বিভিন্ন মুদিখানা ব্যবসায়ীরা প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে  একদিনের ব্যবধানে প্রতি কেজিতে পেঁয়াজ ১৫ টাকা,রসুন ৩০ টাকা বৃদ্ধিতে বিক্রি করছে। পুর্বে (গতকাল) বাজার মুল্য ছিল কেজি প্রতি পেঁয়াজ ৩৫ টাকা, রসুন ৭০ টাকা। 

সে কারণেই তারা এ মুল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছে। তবে বাজারের ক্রেতা সাধারণ প্রতিবাদ করলেও অসাধু ব্যবসায়ীরা তাদের হীন ব্যবসা চালিয়ে যাচ্ছে। 

ভুক্তভোগীরা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানান।


   আরও সংবাদ