ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

যাত্রাবাড়ীতে পেঁয়াজ ও আলু আড়তে র‌্যাবের অভিযান চলছে


প্রকাশ: ২০ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


যাত্রাবাড়ীতে পেঁয়াজ ও আলু আড়তে র‌্যাবের অভিযান চলছে

   

স্টাফ রিপোর্টার : করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী পেঁয়াজ ও আলু মজুদ করে বেশি দামে বিক্রি করায় রাজধানীর যাত্রাবাড়ীতে আড়তে অভিযান চালাচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) সকাল ৬টায় অভিযান শুরু হয়। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানের সহযোগিতা করছে র‍্যাব-১০।

সারওয়ার আলম বলেন, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী আলু ও পেঁয়াজ মজুদ করে বেশি দামে বিক্রি করছে। এখন পর্যন্ত ১০টি আড়তে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও বলেন, যাত্রাবাড়ির পেঁয়াজের আড়তে প্রবেশ করার পর ৬৫ টাকা কেজির পেঁয়াজ ৪০ টাকা হয়ে যায়। আলুর আড়তে পাল্লা বিক্রি হচ্ছিল ১১০ টাকা। আমি ঢোকার সঙ্গে সঙ্গে হয়ে গেছে ৭০ টাকা।

আড়তগুলোতে অভিযান চলছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।


   আরও সংবাদ