ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

চিকিৎসক, রোগী ও নার্সসহ সংশ্লিষ্টদের পিপিই সরবরাহের নির্দেশ হাইকোর্টের


প্রকাশ: ২১ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চিকিৎসক, রোগী ও নার্সসহ সংশ্লিষ্টদের পিপিই সরবরাহের নির্দেশ হাইকোর্টের

   

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহাহারিতে পরিণত হওয়া করোনা ভাইরাস প্রতিরোধে হাসপাতালের চিকিৎসক, রোগী, নার্সসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা উপকরণ-পিপিই সংগ্রহ ও সরবরাহের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

রোববার (২২ মার্চ) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আশাফুল কামাল ও বিচারপতি সরদার রাশেদ জাহাঙ্গীরের  অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

একই সঙ্গে কী কী উপকরণ দরকার তার তালিকা করতে কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটি তালিকা করার পর ৭ দিনের মধ্যে তা সংগ্রহ করতে নির্দেশ দিয়েছেন আদালত। এসময় উপকরণ সংগ্রহ করতে অর্থ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত।   

হাইকোর্টে রিট দায়ের হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের পক্ষে আইনজীবী একলাছ উদ্দিন ভুইয়াসহ তিন আইনজীবী।  

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন মনজিল মোরসেদ।


   আরও সংবাদ