ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় এক লাখ টাকা জরিমানা


প্রকাশ: ২১ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় এক লাখ টাকা জরিমানা

   

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় চার দোকানীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

করোনার অজুহাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বিভিন্ন আড়ৎদার পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বেশি দামে পণ্য বিক্রয় করছে। 

রোববার (২২ মার্চ) দুপুর ১২টায় বাজার নিয়ন্ত্রণে আনতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মু. বশির গাজী।

এ সময় তিনি জানান, করোনা অজুহাতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পন্য বিক্রয় , মেয়াদ উত্তীর্ণ মালামাল ও হোটেলে কয়েক দিন আগের পঁচা খাবার পাওয়ায় এরশাদ ষ্টোরের মালিক জাহাঙ্গীর কে ৩০ হাজার, মুদি দোকানদার শাহজাহান কে ৩০ হাজার, মুদি দোকানদার সুকণ্ঠ সাহার কে ১০ হাজার টাকা এবং আল মদিনা হোটেলে দুইদিন আগের মুরগী গ্রীল পঁচা খাবার রাখার কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও যদি কোন দোকানদার পেঁয়াজ চাল বা কোন নিত্য পণ্যের দাম বেশি রাখে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব। আর এ অভিযান অব্যাহত থাকবে।

এমন অভিযান পরিচালনা করায় সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করে বলেন, এখন দেশে করোনার বিপদের মধ্যে কিছু কিছু ব্যবসায়ী ফায়দা লুটে। তাদেরকে দমনের জন্য এ অভিযান চালানোর জন্য স্যারকে ধন্যবাদ জানাই। এই অভিযান যেন অব্যাহত রাখেন।


   আরও সংবাদ