ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

করোনা সচেতনতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে


প্রকাশ: ২২ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


করোনা সচেতনতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোয়াটসঅ্যাপ চ্যানেল চালু করেছে

   

স্টাফ রিপোর্টার : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে জনসচেতনতা বাড়াতে হোয়াটসঅ্যাপে একটি বিশেষ চ্যানেল তৈরি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যেখানে সদস্য হয়ে যেকেউ চ্যাটের মাধ্যমে জেনে নিতে পারবেন প্রয়োজনীয় তথ্য।

সেবাটি পেতে আপনার হোয়াটসঅ্যাপে যোগ করে নিন +৪১ ৭৯ ৮৯৩ ১৮ ৯২ -এই নম্বরটি। এবার ‘হাই’ লিখলেই শুরু হয়ে যাবে আলাপচারিতা।

ডব্লিএইচও তাদের ওয়েবপেজে জানিয়েছে, করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে আরো ব্যাপক আকারে জনসচেতনতা তৈরির জন্যই হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

মহামারি করোনাভাইরাসে সর্বশেষ ১৪ হাজার ৭০০ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্তের সংখ্যা তিন লাখ ৩৯ হাজারের বেশি।  বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। তবে এখন পর্যন্ত ৯৯ হাজার ১৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


   আরও সংবাদ