ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

দেশে করোনাই নতুন আক্রান্ত ৬, মৃত্যু এক


প্রকাশ: ২২ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


দেশে করোনাই নতুন আক্রান্ত ৬, মৃত্যু এক

   

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে করোনা ভাইরাসে আজ সোমবার নতুন করে ৬ জন আক্রান্ত এবং এক জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

সোমবার (২৩ মার্চ) বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজ নতুন ৬ জনের মধ্যে তিনজন মহিলা তিনজন পুরুষ -এদের মধ্যে একজন মারা গেছেন।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা - রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনিস্টিউটিউট আইইডিসিআর যৌথ ভাবে অনলাইন প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক জানান দক্ষিণ এশিয়ায় দেশগুলোতে আক্রান্ত রোগী ১২৯৭ জন, বাংলাদেশেও করোনা কভিড-১৯ সংক্রমন ভাইরাস প্রতিদিন ই বাড়ছে। তাই এই মুহুর্তে ঘরে থাকার পরামর্শ দিয়ে বলেন, মার্কেট জনসমাগম ত্যাগ করুন। 

তবে এব্যপারে সহযোগিতা করার জন্য জনগণকে আহবান জানিয়ে বলেন অসুস্থ হলে ঘরে থাকুন।অস্থ্যদের বাহিরে না যাওয়ায় ভালো। করোনা কভিড-১৯ আইসোলেশনে ৫১ জন, প্রাতিষ্ঠানিক কোয়ারাইন্টে ৪৬ জন। 

করোনা কভিড-১৯ উপস্থিতি  ৩৩ জনের মধ্যে আরো নতুন ৬ জন করোনা কভিড-১৯ নিশ্চিত হয়েছে। এদের মধ্যে বাহরাইন থেকে আগত দুই জন, ঢাকা জেলায় ১৫ জন,গাইবান্ধায় তিনজন ১৩ জন বিদেশ ফেরত, ইতালি থেকে ৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া ইউং মাইদুল ইসলাম প্রধান অনলাইন ব্রিফিংয়ে বলেন আক্রন্ত ৩৩জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। আশা করছি বাকীরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি এর নেতৃত্বে জাতীয় কমিটি করা হয়েছে। 

এছাড়া আরো পাঁচটি কমিটি করা হয়েছে। এই কমিটি গুলো রাজধানীসহ সারাদেশে কাজ করবেন। মোট হাসপাতাল ৬ টি এছাড়াও বিশ্ব ইজতেমা মাঠ প্রস্তুত রাখাসহ দিয়াবাড়িহো  প রাজউকের নবনির্মিত ভবনগুলো প্রস্তুত রাখা হয়েছে বলে তিনি জানালেন।


   আরও সংবাদ