ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত


প্রকাশ: ৩১ জুলাই, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত

   

সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। একইসঙ্গে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়েও ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। প্রথম দিনে ১৬৮ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টের (বিএসিবি) যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে ‘ডেঙ্গু জ্বর নির্ণয় ও পরামর্শ কেন্দ্র’ চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মেডিক্যাল সেন্টার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান মেডিক্যাল অফিসার ডা. সারওয়ার জাহান মুক্তাফী গণমাধ্যমকে বলেন, আমাদের কাজ বুধবার থেকে শুরু হয়েছে। ১৬৮ জন শিক্ষার্থী ডেঙ্গু পরীক্ষা করেছেন। এরমধ্যে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়। আজকেও শিক্ষার্থীদের পরীক্ষাকরণের কাজ চলছে। তবে, আজকের রিপোর্ট এখনও বের হয়নি।


   আরও সংবাদ