ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

প্রাণঘাতী করোনা : ৫০ লাখ রুপি সহায়তার ঘোষণা দিলেন রজনীকান্ত


প্রকাশ: ২৪ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


প্রাণঘাতী করোনা : ৫০ লাখ রুপি সহায়তার ঘোষণা দিলেন রজনীকান্ত

   

আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে বলিউডসহ ভারতের সব ধরনের সিনেমাগুলোর শুটিং বন্ধ ঘোষণা করা হয়েছে। এর ফলে অভিনয়শিল্পীদের সাময়িক অসুবিধা হলেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন টেকনিশিয়ান ও নিম্ন আয়ের সাধারণ শ্রমিকরা।

ক্ষতিগ্রস্ত এসব শ্রমিকদের কথা বিবেচনা করে এগিয়ে এলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত। হ্যাঁ, করোনা পরিস্থিতিতে ‘ফিল্ম এমপ্লয়াস ফেডারেশন অব সাউথ ইন্ডিয়া’কে (এফইএফএসআই) অর্থাৎ দক্ষিণী সিনেমার টেকনেশিয়ান ও নিম্ন আয়ের শ্রমিকদের ৫০ লাখ রুপির সহায়তার ঘোষণা দিলেন রজনীকান্ত।

দক্ষিণী সিনেমার প্রায় ৭০ শতাংশ কর্মী দৈনিক মজুরিতে কাজ করেন। শুটিং বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন তারা। তাদের এখন বেঁচে থাকাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শুটিং শুরু না হলে আয় করার কোনো সম্ভাবনা নেই। 

এদিকে করোনার জেরে শুটিং কবে শুরু হবে, তারও কোনো নিশ্চয়তা নেই। তাই টেকনিশিয়ানদের আর্থিক সমস্যা থেকে অব্যাহতি দিতে ৫০ লাখ রুপির ঘোষণা করলেন দক্ষিণী সিনেমার এই সুপারস্টার।

জানা গেছে, ‘ফিল্ম এমপ্লয়াস ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়া’-তে (এফইএফএসআই) ২৫ হাজার সদস্য রয়েছেন। তারা প্রত্যেকেই এই সহায়তা পাবেন।


   আরও সংবাদ