ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

আশুলিয়া বাবা মা'সহ ছেলে আগুনে দগ্ধ


প্রকাশ: ২৫ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আশুলিয়া বাবা মা'সহ ছেলে আগুনে দগ্ধ

   

স্টাফ রিপোর্টার : আশুলিয়া নরসিংহ পুর কাশিমপুর ইউসুফ মার্কেট এলাকায় একটি বাসায় বৈদ্যুতিক আগুনে দগ্ধ হয়ে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারিতে চিকিৎসাধীন রয়েছে।

দগ্ধ হলেন, স্বামী নির্মল (৪৫) স্ত্রী চায়না (৩৫) ও তাদের ছেলে নিপু (১৬)

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধ অবস্থায় তাদেরকে ঢামেকে নিয়ে আসেন ছেলে টিপু তিনি জানান, নরসিংহ পুর ইউসুফ সুপারমার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন তারা তার মা চায়না ঘুম থেকে উঠে বৈদ্যুতিক সুইজ দিতে গেলে পুড়ো ঘরে আগুন ধরে যায় এতে ঘুমন্ত অবস্থায় সবাই আগুনে দগ্ধ হয়।

পরে তাদেরকে উদ্ধার করে সকাল ৯টায় মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে  জানান, তাদের শরীরে প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে আশঙ্কাজনক অবস্থায় বার্নইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
 
নির্মল পেশা টেইলারিং মাস্টারের কাজ করেন দগ্ধরা, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার নীলাবর গ্রামের বাসিন্দা।

বর্তমানে পরিবারের সাথে নরসিংহ পুরকাশিমপুর ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া বাসায় থাকতেন।


   আরও সংবাদ