ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

বগুড়ায় ডাস্টবিন থেকে তরুণের মরদেহ উদ্ধার


প্রকাশ: ২৫ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বগুড়ায় ডাস্টবিন থেকে তরুণের মরদেহ উদ্ধার

   

বগুড়া সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলায় ডাস্টবিন থেকে বাবু (২০) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার সান্তাহার সরকারি হার্ভে উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ডাস্টবিন থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় শিমা বেগম (৪২) ও তার ছেলে বাঁধনকে (২০) আটক করেছে পুলিশ। আটক শিমা বেগম আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর মৃত রানা মাসুদের স্ত্রী ও তার ছেলে বাঁধন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনীর একটি বাসায় রানা মাসুদের স্ত্রী শিমা বেগম ও ছেলে বাঁধন থাকতেন। তাদের বাসায় বাবু নিয়মিত যাতায়াত করতেন। বাবুর যাতায়াতে ছেলে বাঁধনের সন্দেহের সৃষ্টি হয়।

এদিকে বুধবার (২৫ মার্চ) রাতে নিজ ঘরে শিমার সঙ্গে বাবু গল্প করছিলেন। এ সময় বাঁধন বাড়িতে এসে বাবুকে দেখে রেগে যান। পরে তিনি বাবুকে বেধড়ক মারধর করেন। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। পরে মা ও ছেলে বাবুর মরদেহ সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের একটি ডাস্টবিনে ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) জালাল উদ্দীন জানান, সান্তাহার হার্ভে সরকারি বালিকা বিদ্যালয়ের পাশের একটি ডাস্টবিনে বাবুর মরদেহ ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় মা ও ছেলেকে আটক করা হয়েছে।


   আরও সংবাদ