ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে আগুন, হোটেল মালিকসহ দগ্ধ ৩


প্রকাশ: ১ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে আগুন, হোটেল মালিকসহ দগ্ধ ৩

   

স্টাফ রিপোর্টার : রাজধানীর হাজারীবাগের গণকটুলি লেনে একটি খাবার হোটেলে গ্যাস সিলিন্ডারের পা্ইপ লিকেজ থেকে সৃষ্ট আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। 

শুক্রবার বেলা সাড়ে ১২ টায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধকৃতরা হলেন- দোকান মালিক জয়নাল (৬৫), তার ছেলে শহীদ (৪০) ও দোকানের কর্মচারী সজীব (২২)।

দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ জয়নালের অপর ছেলে শাহীন জানান, গণকটুলী লেনের ৩৪/এল নম্বর বাসায় তারা থাকেন। বাসার পাশে শাহিদের হোটেল। দুপুরে হোটেলে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস সংযোগের পাইপটি হঠাৎ করেই খুলে যায়। সেটি মেরামতের সময় আগুন ধরে গেলে তার বাবা, ভাই ও দোকানের একজন কর্মচারী দগ্ধ হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, শহীদের শরীরের ৪০ শতাংশ, জয়নালের ১০ শতাংশ ও সজীবের ৮ শতাংশ পুরে গেছে। দগ্ধরা বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।


   আরও সংবাদ