ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন


প্রকাশ: ২৬ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন

   

স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

শুক্রবার (২৭ মার্চ) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বিএনপির চেয়ারপাsরসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন। আমরা আশা করবো খালেদা জিয়া এখন যথাযথ মেডিক্যাল চিকিৎসা সুবিধা পাবেন।

সংস্থাটি  আরো জানায়, বাংলাদেশে আইনের শাসন, গণতন্ত্র , স্বাধীন বিচার বিভাগ , মানবাধিকার রক্ষা বিষয়ে  ইউরোপীয় ইউনিয়ন পুনব্যর্ক্ত করছে। একই সঙ্গে করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

প্রসঙ্গত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৬ মার্চ ছয় মাসের জন্য মুক্তি পেয়েছে।


   আরও সংবাদ