ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

মার্কিন নাগরিকদের দেশে ফিরাতে চান দূতাবাস


প্রকাশ: ২৬ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মার্কিন নাগরিকদের দেশে ফিরাতে চান দূতাবাস

   

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে উদ্যোগ নিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। যারা দেশে ফিরতে চান দূতাবাস তাদের জন্য ব্যবস্থা করেছে বিশেষ ফ্লাইটের।

শুক্রবার (২৭ মার্চ) ঢাকার মার্কিন দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশে অবস্থানরত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ও তাদের পরিবারের সদস্যরা যারা নিজ দেশে ফিরতে আগ্রহী, তাদের জন্য কাজ করছে দূতাবাস। আমরা একটি ফ্লাইটের ব্যবস্থা করছি। 

তবে সেই ফ্লাইটের সময় ও তারিখ এখনই জানানো সম্ভব নয়। আমরা খুব শিগগিরই এ বিষয়ে তথ্য জানাবো। যারা ফিরতে আগ্রহী তাদের নাম-ঠিকানা দূতাবাসে জানাতে অনুরোধ করা হয়েছে।

করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের সঙ্গে শুধু লন্ডন, ম্যানচেস্টার, হংকং, চীন ও থাইল্যান্ডের প্লেন যোগাযোগ চালু রয়েছে। তবে দূতাবাসের মাধ্যমে  অন্য দেশের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ফিরতে পারবেন। বিশেষ ফ্লাইটের জন্য বাংলাদেশ সরকার অনুমতি দেবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


   আরও সংবাদ