ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

নির্দেশনা অমান্য করেই বাহিরে বের হচ্ছে সাধারণ মানুষ


প্রকাশ: ২৭ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


নির্দেশনা অমান্য করেই বাহিরে বের হচ্ছে সাধারণ মানুষ

   

বিশেষ প্রতিবেদক : সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও নিহতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। বিশ্বের উন্নত দেশগুলো করোনা মোকাবেলায় যেখানে হিমশিম খাচ্ছে। সেখানে করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের দেয়া নির্দেশনা অমান্য করেই চলছে সাধারণ মানুষ।

করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পক্ষ থেকে নেয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব ধরনের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এ সময় সারাদেশে রেল চলাচল, নৌযান, গণপরিবহন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান, কাঁচা বাজার, ঔষধের দোকান খোলা রাখতে বলা হয়। জরুরী প্রয়োজন ব্যতীত বাসার বাহিরে যেতে নিষেধ করা হয়।

রাজধানীর মানিকনগর এলাকায় সরেজমিনে দেখা যায়, সরকারের দেয়া নির্দেশনা উপেক্ষা করে অনেকেই প্রয়োজনে অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি করছে।

অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে জনসমাগম বেশি দেখা যাচ্ছে। কেউ কেউ ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে।

ডিএমপির পক্ষ থেকে এলাকায় প্রতিদিন মাইকিং করে সচেতন করা হলেও আইনশৃঙ্কলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়।

করোনাভাইরাস যেহেতু মানুষের মাধ্যমে ছড়ায়, সেখেত্রে সকলের সামাজিক দূরত্ব বজায় রাখা প্রয়োজন। নিয়ম মেনে বাসায় অবস্থান করা উচিত।

পাশাপাশি নির্দেশনা বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


   আরও সংবাদ