ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মটরসাইকেল আরোহীর জরিমানা


প্রকাশ: ২৭ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মটরসাইকেল আরোহীর জরিমানা

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় করোনা ভাইরাসে সাধারণ ছুটির মধ্যেও হেলমেট
ছাড়া মটরসাইকেল চালানোর অপরাধে ৭ ব্যক্তির নিকট থেকে ২শত টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার দুপুরে শহরের ছুটিপুর বাসস্ট্যান্ডে এসব মটর সাইকেল আরোহী ব্যক্তিদের জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম। এসময় সেনা, পুলিশ ও আনছার সদস্যরা উপস্থিত ছিলেন। 

জরিমানার শাস্তির মুখোমুখি হওয়া ব্যক্তিরা হলেন নয়ন চৌধুরী, মফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিপন হোসেন, রমজান আলী ও মিজানুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে করোনা প্রতিরোধে শহরের দোকান-পাট বন্ধ ও সামাজিক দূরত্ব নিশ্চিতে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের নেতৃত্বে সেনা, পুলিশ ও আনছার সদস্যদের নিয়ে যৌথ টিম শহরে অভিযান চালায়। অভিযান কালে এসব মটরসাইকেল চালকরা হেলমেট ব্যবহার না করার অপরাধে তাদেরকে জরিমানা করা হয়।


   আরও সংবাদ