ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮১২


প্রকাশ: ৩০ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ইতালিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮১২

   

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ১১ হাজার ৫৯১। এসময়ের মধ্যে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ৭৩৯ জন। আর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ১৪ হাজার ৬২০ জন।

সোমবার (৩০ মার্চ) দেশটির সিভিল প্রোটেকশন এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সামলাতে বেশ বেকায়দায় পড়েছে ইউরোপের দেশটি। প্রথমদিকে রোগটি নিয়ে বেশ অবহেলা করেছিল ইতালি। যা কাল হয়ে দাঁড়িয়েছে দেশটির জন্য।

ওয়ার্ল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ১৯৯ দেশ ও অঞ্চলে ছড়িয়ে গেছে কভিড-১৯। এতে মৃত্যু হয়েছে ৩৬ হাজার ২২৬ জনের। মোট আক্রান্ত প্রায় ৭ লাখ ৫৩ হাজার। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন প্রায় ১ লাখ ৫৯ হাজার।


   আরও সংবাদ