ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৭ শাওয়াল ১৪৪৫

চৌগাছা প্রেসক্লাব সম্পাদকের খাদ্য সহায়তা


প্রকাশ: ৩১ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছা প্রেসক্লাব সম্পাদকের খাদ্য সহায়তা

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় প্রচার-প্রচারণা ছাড়াই নিজ ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া মানুষদের নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করছেন চৌগাছা প্রেসক্লাবের সম্পাদক ও চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের প্রভাষক অমেদুল ইসলাম।

জানা গেছে তিনি মঙ্গলবার ইউনিয়নের ৩০ জন পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, হাফ কেজি ডাল, এক কেজি আলু ও একটি করে মাস্ক প্রদান করেন। বুধবারও ইউনিয়নের বড়খানপুর গ্রামের ২০টি পরিবারে তিনি একইভাবে খাদ্য সহায়তা বিতরণ করেন।

জানা গেছে প্রতিদিন খুব সকালেই অমেদুল নিজেই আরেকজন সঙ্গী নিয়ে নিজের মটরসাইকেলে করে বিভিন্ন গ্রামের এসব মানুষদের মাঝে খাবার পৌছে দিচ্ছেন। যেন ঘুম থেকে উঠেই এসব মানুষ খাদ্যদ্রব্য পান।

এ বিষয়ে অমেদুল ইসলাম বলেন দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে আমি সাংবাদিক হয়েও বসে থাকতে পারলাম না। তাই নিজ উদ্যোগে সামান্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আগামী দিনগুলিতে আরো কিছু পরিবারে খাদ্য সহায়তা করার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন আমরা যার যার অবস্থান থেকে কর্মহীন হয়ে পড়া এসব মানুষদের সহায়তা করি তাহলে এই কষ্টের দিনে কেউ না খেয়ে থাকবে না।


   আরও সংবাদ