ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

লকডাউন না মানলে গুলি


প্রকাশ: ১ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


লকডাউন না মানলে গুলি

   

 

আন্তজার্তিক ডেস্কঃ করোনাভাইরাস মহামারির সংক্রমণ ঠেকাতে যারা লকডাউনের নির্দেশ মানবে না তাদের গুলি করে মারা হতে পারে বলে সতর্ক করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

গতকাল বুধবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া এক ভাষণে দুতার্তে বলেন, ‘এটি সবার জন্য একটি সতর্কবার্তা। সবাই সহযোগিতা করুন এবং হোম কোয়ারেন্টিনের সরকারি নির্দেশ মেনে চলুন।’

তিনি আরও বলেন, ‘দিনে দিনে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই আমি আবারও সবাইকে পরিস্থিতির গুরুত্ব বোঝানোর চেষ্টা করছি এবং সবাইকে এটা মেনে চলতে হবে। পুলিশ এবং মিলিটারিকে বলছি, তারা যদি কোনো সমস্যা করে এবং এমন কিছু করে যাতে আপনাদের জীবন হুমকিতে পরবে তাহলে তাদের গুলি করে হত্যা করুন।’

গুলি করে মারার বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, ‘বুঝতে পেরেছেন? হত্যা। ঝামেলা তৈরি করলে তাকে আমি কবর দেব।’

স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনে সরকারি রিলিফ, খাবারের প্যাকেট ও অন্যান্য ত্রাণ না পাওয়ায় বিক্ষোভ করেছে ম্যানিলার বস্তিবাসীরা। পুলিশ তাদের ঘরে ফেরার কথা বললেও তা তারা মানেনি। এমন খবর প্রকাশ হওয়ার পরপরই রাষ্ট্রপতির এমন ঘোষণা এলো।

রাষ্ট্রপতির এমন ঘোষণার পর এমিনেস্টি ইন্টারন্যাশনাল ফিলিপাইন এক বিবৃতিতে বলেছে, ‘এটি গভীর উদ্বেগজনক যে রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তে গুলি করে হত্যার নীতি বাড়িয়েছে। কোভিড-১৯ এর মতো মহামারি মোকাবেলায় অনিয়ন্ত্রিত বাহিনী মোতায়েন কখনই সঠিক পদ্ধতি না।’

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ফিলিপাইনে প্রাণঘাতী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩৩ জন এবং মারা গেছেন ১০৭ জন।


   আরও সংবাদ