ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

রাঙ্গাবালীতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিল কোস্টগার্ড


প্রকাশ: ১ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


রাঙ্গাবালীতে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা দিল কোস্টগার্ড

   

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি :পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অসহায় লোকজনের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিলেন কোস্টগার্ড সদস্যরা। 

বৃহস্পতিবার সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামে বাংলাদেশ কোস্টগার্ড রাঙ্গাবালী জোন শতাধিক দুস্থ-অসহায় পরিবারকে এ খাদ্য সহায়তা দিয়েছেন।

এসময় প্রত্যেক পরিবারকে খাদ্যসহায়তা হিসেবে পাঁচ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি মশুর ডাল, এক লিটার সয়ারিন তেল,এক কেজি লবন, এক কেজি চিনিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার।

কন্টিনজেন্ট কমান্ডার মানিক সরকার বলেন, করোনার প্রাদুর্ভাবে অসহায় খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানো উচিত। সেই দায়িত্ববোধ থেকেই সরকারেরপক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।


   আরও সংবাদ