ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

আগামীকাল থেকে ময়মনসিংহে প্রশাসনের কঠোর নজরদারী


প্রকাশ: ১ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


আগামীকাল থেকে ময়মনসিংহে প্রশাসনের কঠোর নজরদারী

   

ময়মনসিংহ প্রতিনিধি : করোনা পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল শুক্রবার থেকে ময়মনসিংহ প্রশাসন কঠোর ভূমিকা পালন করতে গুরুত্বপূর্ণ বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার জেলা প্রশাসনের হলরুমে করোনা ভাইরাস(কোভিড-১৯) প্রতিরোধে-জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি'র বিশেষ সভায় জনস্বার্থে গুরুত্বপূর্ন এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। 

এসব সিদ্ধান্তের মধ্যে জেলায় ব্যাটারি বা ইঞ্জিনচালিত কোনো যানবাহন চলবে না। শুধুমাত্র প্যাডেল রিক্সা চলবে। এছাড়া সকল ধরণের মুদির দোকান বেলা ১টা পর্যন্ত এবং যে কোন কাঁচাবাজার বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। অপরদিকে জেলার সাপ্তাহিক সকল হাট-বাজার নতুন করে ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। 

এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিত করতে জেলার সকল হাট-বাজার বন্ধ ঘোষনা করা হয়েছে। এছাড়াও, জরুরি বা বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে, আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর কাছে সে সম্পর্কে জবাবদিহি করতে হবে। এরপরও ঔষধের দোকান ছাড়া সন্ধ্যার পর অন্য কোথাও বাতি জ্বলবে না। 

জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি মেয়র ইকরামুল হক টিটু, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান, সেনাবহিনীর লে. কর্ণেল মোহাম্মদ মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের এডভোকেট জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, চেম্বার সভাপতি আমিনুল হক শামীম, প্রেসকাবের সাধারণ সম্পাদক অমিত রায়, জিলা মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।


   আরও সংবাদ