ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

৫১৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত ৫, ঢাকার বাইরে ৩


প্রকাশ: ২ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


৫১৩টি নমুনা পরীক্ষা করে শনাক্ত ৫, ঢাকার বাইরে ৩

   

স্টাফ রিপোর্টার : গত ২৪ ঘন্টায় সারাদেশে ৫৪৭ জনকে হোম সঙ্গরোধ ও ৫ জনকে প্রাতিষ্ঠানিক সঙ্গ রোধে নেওয়া হয়েছে জানালেন অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

শক্রবার ব্রফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরে ১২৬টি ও অন্যান্য প্রতিষ্ঠানে ৩৮৭টি নমুনাসহ মোট ৫১৩টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫টি নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরের ৩টি নমুনাতে করোনা শনাক্ত হয়।

আক্রান্ত ব্যক্তিদেরকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য আইসোলেশনে রাখা হয়েছে। তাদের কন্ট্রাক্ট ট্রেসিং করা হচ্ছে। ইতিমধ্যেই ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে আছেন ২২ জন ও অন্যান্য প্রতিষ্ঠানে ৭ জনসহ ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ৬ জন মারা গেছেন।

তিনি জানান, ঢাকায় ৯টি আরটি-পিসিআর এবং ঢাকার বাইরে ৫টিসহ মোট ১৪টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে। চলতি এপ্রিল মাসের মধ্যে সারা দেশে ২৮টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষাগার স্থাপিত হবে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, ৬৪ হাজার ৪৮৪ জনকে কোয়ারেন্টাইনে নেয়া হয়। এর মধ্যে ৬৪ হাজার ২৩৬ জনকে হোম কোয়ারেন্টাইনে এবং ২৪৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট ১৪ জনকে আইসোলেশনে নেয়া হয় এবং ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। ছুটির সময়ে অফিস-আদালত থেকে গণপরিবহন, সব বন্ধ করে দেয়া হয়েছে। কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও।

তবে আমরা  অধিকাংশ মানুষকে গণমাধ্যম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলার চেষ্টা করেছি কারো যদি সামান্য জ্বর থাকে এবং গলা ব্যথা থাকে তাহলে বাড়িতেই চিকিৎসা নেন। জ্বর থাকলে প্যারাসিটামল খাবেন কুসুম গরম পানি খাবেন  আর গলা ব্যথা থাকলে গরম পানি দিয়ে গরগরা করবেন। সর্দি কাশির জন্য এন্টি-হিস্টামিন ট্যাবলেট খেতে পারেন। 

অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেছেন, যদি প্রয়োজন মনে করেন হটলাইনে ফোন দিয়ে এ'বিষয়ে আরো জানতে পারবেন। হটলাইনে ফোন দিয়ে কি ধরনের চিকিৎসা প্রয়োজন তা জেনে বাড়িতে বসে চিকিৎসা নেওয়া যাবে।


   আরও সংবাদ