ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

সবজির দাম বাড়লেও, কমছে মাছ-ডিম-মুরগির দাম


প্রকাশ: ২ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সবজির দাম বাড়লেও, কমছে মাছ-ডিম-মুরগির দাম

   

স্টাফ রিপোর্টার : আজ শুক্রবার সকালে কারওয়ান বাজারে গিয়ে দেখা যায় গেলো সপ্তাহের তুলনায় সবজি কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। অন্যান্য বাজারে পণ্যের দাম আরো বেশি বলে জানাগেছে। 

এসময় দেখা যায় সবজি বিক্রি হচ্ছে- সিম কেজি প্রতি ৩০ টাকা, ভেন্ডি ২৫ টাকা, টমেটো ১৫ টাকা, বরবটি ৩০ টাকা, শসা ২০ টাকা, করলা ৪০ টাকা, বেগুন ২০ টাকা, মুলা ২০ টাকা, মরিচ ৩৫-৪০ টাকা, পাতা কপি ১৫ টাকা, ফুল কপি ১০ টাকা, কাচকলা ৩-৪ টাকা হালি, লতি ৬০ টাকা, সাজনা ১০০ টাকা, পেপে ১৫ টাকা, আলু ২০ টাকা করে বিক্রি হচ্ছে।

এদিকে ডাটা ৮ টাকা, ধনিয়াপাতা ৬০ টাকা, পুই শাক ১০-১৫ টাকা, পাটশাক ১০ টাকা, লাউ শাক ২৫ টাকা, লাল শাক ৫ টাকা, পালং শাক ২০ টাকা করে।

পেঁয়াজের পাইকারর মোজাম্মেল জানান, ৩৪ টাকা করে বিক্রি করছেন পেঁয়াজ। সিজন চলছে। দাম কমার কথা। তবে কৃষক ও মজুতকারিরা ধরে রাখলে দাম এমনি থাকবে। মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা পাল্লা। আদা রসুনের আগের দামে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র- কেজি প্রতি মুরগি লাল ব্রয়লার ১৬০ টাকা, ব্রয়লার সাদা ১২০ টাকা, কক ২২০টাকা। ডিম বিক্রি হচ্ছে ডজন ৮০ টাকা। লাল ব্রয়লার আগে বিক্রি হতো ১৯০-২১০ টাকা, সাদা ব্রয়লার বিক্রি হতো ১৩০-১৩৫ টাকা করে।

মাছের বাজারে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি, কাচকি বিক্রি হচ্ছে ১৫০ টাকা, রুই আড়াইশো, টেংরা ২৫০ টাকা বিক্রি হচ্ছে।


   আরও সংবাদ