ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

জার্মানিতে টেস্টের ফলে মৃত্যু হার কম


প্রকাশ: ২ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


জার্মানিতে টেস্টের ফলে মৃত্যু হার কম

   

আন্তর্জািতক ডেস্ক : ইতালি ও স্পেনে করোনার উপসর্গ যাদের দেখা গেছে শুধু তাদের টেস্ট করা হয়েছে। অন্যদিকে জার্মান সরকারের সিদ্ধান্ত হচ্ছে, সন্দেহভাজন সবাইকে করোনা আছে কি না তা টেস্ট করে দেখা হবে। 

দেশটির সরকারের একটি সঠিক সিদ্ধান্তের ফলেই বেঁচে যাচ্ছে হাজারো প্রাণ। করোনার প্রাদুর্ভাবে গোটা ইউরোপ যেখানে বিপর্যস্ত, সেখানে জার্মানিতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও মৃত্যু হার এক শতাংশ।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের জরিপ জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত ৮৪ হাজার ৭৯৬ ও মৃত ১ হাজার ১৭ জন।
 
জার্মানির ইউনিভার্সিটি অব কলোওর স্বাস্থ্য ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ও রাজনীতিক কার্ল লাওছাবা গতকাল সিএনবিসিকে জানান, 'বেশ কিছু কারণে আমাদের মৃত্যু হার কম।'

'এখানে করোনার আঘাত ইউরোপের অন্যান্য দেশের কিছুটা পরে হয়েছে। যার ফলে আমরা কিছুটা সময় পেয়েছি। প্রথমদিকে যারা আক্রান্ত হয়েছে তাদের সর্বাধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।' 'আমরা দমন নীতি প্রয়োগ করেছি। ন্যূনতম ২০ এপ্রিল পর্যন্ত লক ডাওন চলার পর সরকার এর ফলাফল দেখতে পাবে।'

আমাদের কাছে প্রতিদিন শতাধিক কেস আসে। আমরা চেষ্টা করি আক্রান্ত প্রত্যেককে আলাদাভাবে পর্যবেক্ষণ করতে। তার সান্নিধ্যে যারা এসেছিল তাদের প্রত্যেককে কোয়ারেন্টাইনে রেখে পরীক্ষা করাতে।'

'ইতিমধ্যে জার্মানিতে এ সংক্রান্ত একটি হাসপাতাল তৈরি হয়েছে। প্রতি সপ্তাহে ৫ লাখেরও বেশি নাগরিককে কোভিড-১৯ টেস্ট করার প্রস্তুতি নিয়েছে, যেখানে যুক্তরাজ্য করছে প্রতিদিন ১০ হাজার।'

'রাজনীতিক কার্ল আরও বলেন, এখন রাজনৈতিক মত পার্থক্য ভুলে একসঙ্গে কাজ করা দরকার। সময়টা দুর্যোগ ব্যবস্থাপনার, পার্টি পলিটিক্সের নয়।'

সূত্র : সিএনবিসি


   আরও সংবাদ