ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

কালিগঞ্জের পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু


প্রকাশ: ২ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কালিগঞ্জের পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

   

সাতক্ষীরা থেকে শিমুল : কালিগঞ্জের পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থী  ইলিয়াস হোসেনের (২০) নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। সে  উপজেলার কৃষ্ণনগর ইউপির রামনগর গ্রামের শেখ শওকাত আলীর পুত্র। 

এই মৃত্যু‌তে গভীরভা‌বে শোক জ্ঞাপন  ও শোকসপ্ত প‌রিবা‌রের প্র‌তি সম‌বেদনা জা‌নি‌য়ে‌ছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নেঙ্গী মাধ্যমিক বিদ্যালয় এর সভাপ‌তি সা‌ফিয়া পারভীন, ইউপি চেয়ারম্যান সহ পরিষদবর্গ।

বিদ্যুৎপৃষ্টের ঘটনাটি শুক্রবার (৩ ই এপ্রিল) বিকাল ৪ টায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।

সূত্রে জানা গেছে, ইলিয়াস হোসেন বিকালে ফসলি জমিতে মটর দিয়ে পানি উঠানোর কাজে ব্যস্ত ছিল। পানি দেওয়ার শেষ হয়ে গেলে তার মাকে বিদ্যুতের প্লাগ ছাড়াতে বলে। প্লাগ ছাড়াতে একটু দেরি হওয়ায় সে মনে করে তার মা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিছে। 

কিন্ত বিধীবাম! সে বিদ্যুৎ লাইনের তার গোছাতে থাকলে হঠাৎ শর্ট সার্কিট হয়ে মাটিতে পড়ে যায়। বিষয়টি পার্শ্ববর্তীর মানুষ জানতে পেরে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করে।  

তার এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।


   আরও সংবাদ