ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

মণিরামপুর প্রেসক্লাব ও প্রত্যয় সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ


প্রকাশ: ৩ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মণিরামপুর প্রেসক্লাব ও প্রত্যয় সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

   

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে করোনা মোকাবেলার লক্ষ্যে চলছে লকডাউন পরিস্থিতি। এই পরিস্থিতিতে দরিদ্র শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে মণিরামপুর প্রেসক্লাব ও স্থানীয় স্বোচ্ছাব্রতী সংগঠন প্রত্যয়। 

গত বৃহস্পতিবার ও শুক্রবার প্রত্যয় সংগঠনের বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা এবং প্রেসক্লাবের নেতৃবৃন্দ পৌর এলাকার ১৬৪ অসহায়-দরিদ্র পরিবারের মাঝে চাল-ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। 

দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্য সমগ্রী পৌঁছে দেয়া হয়। প্রত্যেক পরিবারকে ৪ কেজি করে চাল, ১ কেজি আটা, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি পেয়াজ ও ১টি করে সাবান বিতরণ করা হয়। 

উক্ত খাদ্য সামগ্রী বিতরণ উদ্বোধন করেন মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।

প্রত্যয় সংগঠনের প্রতিষ্ঠাতা তাসনিমুল হাসান, আক্তারুজ্জামান সুমন, আশরাফুল শুভ, শামীম রেজা, সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম সজল, সাধারণ সম্পাদক মুস্তাকিম সাকিব প্রমুখ এ মহতি উদ্যোগে নেতৃত্ব দেন।


   আরও সংবাদ