ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

বিজেএমইএ কাজটি ভালো করেনি : স্বাস্থ্যমন্ত্রী


প্রকাশ: ৪ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বিজেএমইএ কাজটি ভালো করেনি : স্বাস্থ্যমন্ত্রী

   

স্টাফ রিপোর্টার : ম্যালেরিয়ার ক্লোরোকুইন ওষুধ দিয়ে কোভিডি-১৯ সংক্রমণ ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা দেওয়া হবে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক  বলেন, শ্রমিকদের ঢাকায় নিয়ে এসে বিজেএমইএ কাজটি ভালো করেনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে এ ওষুধ ব্যবহার করা হচ্ছে। আমরাও করব। আমরা পর্যাপ্ত ওষুধ মজুদ রেখেছি। 

রোববার (৫ এপ্রিল) কোভিড-১৯ এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কনফারেন্সে রুমে সরাসরি প্রেস ব্রিফিং-এ যুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন।

পিপিই প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমাদের পিপিই'র সংকট নেই। আমাদের টেস্টিং কার্যক্রম বেড়ে যাচ্ছে। ১৪-১৫টি জায়গায় টেস্টিং হচ্ছে। উপজেলা পর্যায়ে টেস্টিং কার্যক্রম আমরা নিয়ে যাচ্ছি। গতকাল সারা দেশে ৫০০ ওপরে টেস্টিং হয়েছে। এই সংখ্যাটি আমরা ১ হাজারে নিয়ে যেতে যাচ্ছি।

বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নিজের দায়িত্ব থেকে দূরে থাকবে না। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের বলেন। আপনারা যদি দায়িত্ব থেকে দূরে থাকেন তাহলে মানুষের প্রতি অন্যায় করা হবে।

আগামী ১১ এপ্রিল পর্যন্ত সব পরিবহন বন্ধ করা হয়েছে। এরমধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের শহরে নিয়ে আসা হলো এই দায় বিজেএমইএ নিতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বিজেএমইএ ইতোমধ্যে গার্মেন্টস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকদের এভাবে ঢাকায় নিয়ে এসে বিজেএমইএ কাজটি ভালো করেনি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, গত রাতেই গার্মেন্টস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর মধ্যে শ্রমিকদের বকেয়া টাকা দেওয়া হবে। তবে এ কারণে করোনা সংক্রমণ বাড়তে পারে। শ্রমিকরা আবার বাড়ি ফিরে যাবে। এজন্য ভবিষ্যতে সতর্ক থাকা হবে। 


   আরও সংবাদ