ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

কল্যাণ তহবিলে ইউএনও-চেয়ারম্যানের বেতনের অর্ধেক প্রদান


প্রকাশ: ৪ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কল্যাণ তহবিলে ইউএনও-চেয়ারম্যানের বেতনের অর্ধেক প্রদান

   

চৌগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের চৌগাছায় কর্মহীন হয়ে পড়া মানুষদের সহায়তায় গঠিত কল্যাণ তহবিলে নিজেদের একমাসের বেতন-ভাতার অর্ধেক প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড.মোস্তানিছুর রহমান।

গত শনিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চৌগাছা উপজেলা করোনা প্রতিরোধ কমিটি গঠনের পর কর্মহীনদের সহায়তায় একটি ‘কল্যাণ তহবিল’ গঠন করা হয়।

সিদ্ধান্ত হয় ব্যক্তি উদ্যোগের সকল সহায়তার অর্থ এই তহবিলে প্রদান করা হবে এবং উপজেলা করোনা প্রতিরোধ কমিটি তালিকা ধরে কর্মহীন হয়ে পড়া মানুষদের বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দেবেন। তাৎক্ষণিকভাবে এই তহবিলে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান তাদের একমাসের বেতন-ভাতার অর্ধেক সমপরিমাণ টাকা দেয়ার ঘোষণা দেন। 

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ২৫ হাজার টাকা করে, একজন যুগ্ম সম্পাদক ২১ হাজার ৫শ, একজন সাংগঠনিক সম্পাদক ও দুইজন ইউপি চেয়ারম্যান ১০ হাজার টাকা করে ওই তহবিলে নগদ অর্থ প্রদান করেন। পরে জনৈক সুমন নামে এক ব্যক্তি ৫০ হাজার টাকা প্রদান করেন।


   আরও সংবাদ