ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

করোনায় ৩০ লক্ষ টাকা দিলেন তিতুমীর কলেজ সুবর্ণ জয়ন্তী উৎযাপন পর্ষদ


প্রকাশ: ৪ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


করোনায় ৩০ লক্ষ টাকা দিলেন তিতুমীর কলেজ সুবর্ণ জয়ন্তী উৎযাপন পর্ষদ

   

 

তিতুমীর কলেজ প্রতিনিধি :  করোনাভাইরাসের সংকট মোকাবিলায় ৩০ লাখ টাকা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের ৫০ বছরপূর্তি উৎযাপন পর্ষদ।

আজ রবিবার (৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্বশীল ব্যক্তির কাছে ৩০ লাখ টাকার একটি চেক তুলে দেন তিতুমীর কলেজে সুবর্ণজয়ন্তী উৎযাপন পর্ষদের আহবায়ক, তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি।  এসময় সঙ্গে ছিলেন কলেজের সাবেক ভিপি ও উদযাপন পর্ষদের যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন আহমেদ।

এবিষয়ে মুঠোফোনে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা তিতুমীর কলেজের সাবেক শিক্ষার্থীরা মিলেই ওই টাকার আর্থিক অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে হস্তান্তর করেছি। কলেজের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অনুষ্ঠানের সকল খরচের পর ৩০ লাখ টাকা আমাদের হাতে ছিল। জাতীয় এই দুর্যোগের সময় আমরা ওই টাকাটা দান করেছি।

বানিজ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসের আমাদের তিতুমীর কলেজের নাম জড়িয়ে রয়েছে। আমরা এই দুর্যোগে যতটা পেরেছি এগিয়ে এসেছি। সবাই এভাবে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসলে সাময়িক সংকট দ্রুতই কাটিয়ে ওঠা সম্ভব।


   আরও সংবাদ