ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ ভাদ্র ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

কিটের অভাবে আগামীকাল ঢাবিতে বন্ধ থাকবে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা


প্রকাশ: ৪ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


কিটের অভাবে আগামীকাল ঢাবিতে বন্ধ থাকবে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা

   

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণ কিটের অভাবে আগামীকালও ডেঙ্গু নির্ণয়ের পরীক্ষা বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সারওয়ার জাহান।

তিনি বলেন, সোমবার (৫ আগস্ট) কিট না থাকায় বন্ধ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ডেঙ্গু নির্ণয় পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্টসের (বিএসিবি) যৌথ উদ্যোগে গত বুধবার (৩১ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়। 

প্রথম দিনে বুধবার ১৬৮ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ১৩ শিক্ষার্থীর ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের পরীক্ষায় ১৫০ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ৮ জনের ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। শুক্র ও শনিবার ছুটির দিন থাকায় এ কার্যক্রম বন্ধ ছিল। রোববার (৪ আগস্ট) ১৬০ জন শিক্ষার্থীর রক্ত পরীক্ষা করে ৮ জনের  ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের পরীক্ষায় ৪৭৮ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন সারওয়ার জাহান। তবে বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা গেছে দুই শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত।

সারওয়ার জাহান বলেন, ‘ডেঙ্গু শনাক্তকরণ কিট–সংকটের কারণে আগামীকাল মঙ্গলবারও ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।’

তিনি বলেন,‘আমরা সর্বোচ্চ চেষ্টা করছি কিট পেতে। যে সংগঠনটি ডেঙ্গু পরীক্ষার জন্য কিট দেয়ার কথা ছিল তারা বলেছিল এমূহুতে কোনো কিট পাওয়া সম্ভব নয়। কিন্ত আজও তারা কিছু জানান নি। তাই সংগঠনটির কাছে আগামীকাল কিট আসলেও আমাদের কাছে আগামীকাল নাও পৌঁছাতে পারে। তাই আগামীকালও ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা করা সম্ভব নয়।’

প্রসঙ্গত, গত ২৬ জুলাই রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন (ফিন্যান্স) বিভাগের শিক্ষার্থী ফিরোজ কবীর স্বাধীন মারা যান। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু–আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ ঘোষণার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এ দাবিতে উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানকে স্মারকলিপি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন।

তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানান, ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা কোনো সমাধান নয়।

উল্লেখ্য, গতকাল (৪ আগস্ট) রোববার ঢাবি অধিভুক্ত ইডেন মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ফাতেমা নামের এক শিক্ষার্থীও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।


   আরও সংবাদ