ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

রাশিয়া-সৌদি মধ্যে তেল চুক্তির আশ্বাস, কমেছে দাম


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


রাশিয়া-সৌদি মধ্যে তেল চুক্তির আশ্বাস, কমেছে দাম

   

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া-সৌদি আরবের মধ্যে তেল চুক্তির আশ্বাসের পরে কমেছে তেলের দাম।

সোমবার সকালে রাশিয়ার পক্ষ থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়, মস্কো-রিয়াদ তেল চুক্তি খুব দ্রুতই হতে যাচ্ছে।

আর বিকেলেই দেখা গেল আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২.৬ শতাংশেরও বেশি কমে প্রতি ব্যারল ৩৩.২১ ডলার দাঁড়িয়েছে। আর যুক্তরাষ্ট্রের টেক্সাসে এ দাম ২.৪ শতাংশ কমে হয়েছ ২৭.৬৬ ডলার। 

রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ড ফান্ডের কর্মকর্তা ক্যারল দিমিত্রি  গতকাল সিএনবিসিকে জানান, গোটা বিশ্বের জ্বালানী বাজার স্থিতিশীল হওয়ার ক্ষেত্রে দুই দেশের এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এদিকে গতকাল ওপকে ও এর সহযোগী সংস্থার মধ্যে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল হওয়ায় যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ৯ শতাংশ কমে যায়।

সম্প্রতি রাশিয়া ও সৌদি আরব জ্বালানি তেল নিয়ে দ্বন্দ্বে মেতে উঠলে দাম ক্রমশ কমতে থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দেশ দুটির মধ্যে দাম নিয়ে শীঘ্রই সমঝোতার আশ্বাস দিলে বৃহস্পতিবার থেকে তেলের দাম বাড়তে থাকে।
সূত্র : সিএনবিসি, বিবিসি


   আরও সংবাদ