ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুর টেস্ট কীট ও রিএজেন্ট আমদানিতে শুল্ক-কর অব্যাহতি


প্রকাশ: ৪ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


ডেঙ্গুর টেস্ট কীট ও রিএজেন্ট আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

   

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ক্ষেত্রে সরকারি সহায়তা বৃদ্ধি ও স্বল্প খরচে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করণার্থে সম্প্রতি ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকারি সিদ্ধান্ত মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জনস্বার্থে ডেঙ্গু টেস্ট কিট, ডেঙ্গু রিএজেন্টস ও টেস্ট কিটস ফর কিটস ফর প্লাটিলেট এন্ড প্লাজমা এর উপর আরোপনীয় সমুদয় আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রীম আয়কর অব্যাহত প্রদান করেছে।

সোমবার (৫ আগস্ট) এনবিআর কর্তৃক জারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ব্যাপারে এনবিআর’র সিনিয়র তথ্য অফিসার সৈয়দ এ মু’মেন জানান, এই সুবিধা আগামী ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত বহাল থাকবে। 

তিনি বলেন, একই সাথে উল্লিখিত ঔষধ প্রশাসন অধিদপ্তর কর্তৃক অনুমোদিত পরিমাণ আমদানিতে এই সুবিধা কার্যকর হবে এবং আমদানিকৃত পণ্যগুলো মানসম্মত কিনা তা ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়মিত মনিটরিং করবে। 

সম্প্রতি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে যদিও ১৮ জন এই রোগে মারা গিয়েছে বলা হয়েছে কিন্তু বেসরকারি বিভিন্ন পরিসংখ্যানের প্রেক্ষিতে এই রোগে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৮০ উপরে। এ কিটস আমদানি দেরি হওয়ায় অনেকেই ডেঙ্গু আছে কি না তাও নিশ্চিত হতে পারছেন না। ফলে শংকায় কাটছে দিন যাপন। তবে এনবিআরের এই সিদ্ধান্তে কিটস আমদানিতে জটিলতা কিছুটা হলেও কাটবে বলে মনে করছেন সংশ্লিষ্ট।


   আরও সংবাদ