ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

দেশে কিট সরবরাহে সমস্যা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


দেশে কিট সরবরাহে সমস্যা নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

   

কূটনৈতিক প্রতিবেদক : শাহরিয়ার আলম এ তথ্য জানিয়ে বলেছেন, আরও অনেক পরিমাণ আসছে। একজন ভিডিও ছেড়েছে, 'আমি বিদেশ থেকে সব বিনা পয়সায় দিবো' আবার একই বার্তায় বলছেন কেউ টাকা চেয়েছে সরবরাহের জন্য! 

প্রথম কথা যেই দেশে আছেন, সেই দেশে দেন। আর আমাদেরকে দিতে চাইলে আমাদের দূতাবাসের চিঠি লিখুন, আমরা দরকার হলে বিমান পাঠিয়ে নিয়ে আসবো! 

আবার একটা চ্যানেলে দেখলাম একটা স্থানীয় এনজিও বলছে তারা কৃষকের পাশে দাড়িয়েছেন। এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আবার বলছেন, 'সরকার দাড়ায়নি'! 

পরে আবার বলছেন WFP র একটা কর্মসূচির অংশ এটা! আরে ভাই, WFP তো সরকারের সাথে চুক্তি করে এই প্রকল্প নিয়েছে। যেখানে বাস্তবায়নে স্থানীয় NGO দের নেয়া হয়েছে! সাংবাদিক ভাইদেরও আরেকটু সচেতন হওয়া দরকার এইসব খবর উপস্থাপনে।

কাকে ছোট করছেন?  নাকি নিজে ছোট হচ্ছেন ? ভেবে দেখবেন। সকলের কাছে আরও দায়িত্বশীল আচরণ এবং কর্ম প্রত্যাশা করেছেন মিষ্টার আলম।


   আরও সংবাদ