ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন জনকে আসামি


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে তিন জনকে আসামি

   

সাতক্ষীরা থেকে শিমুল : কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বেলা ১ টা থেকে বেলা ২টা পর্যন্ত কালিগঞ্জ শ্যামনগর সড়কের ফুলতলা মোড় ও নলতা মোড়ে কোন কারন ছাড়াই মটরসাইকেলে একের অধিক ব্যক্তি নিয়ে ঘোরাঘুরির অপরাধে  ৪ জন মোটরসাইকেল আরোহীকে ১৫শ টাকা অর্থদণ্ড ও দুটি মামলায় তিন জনকে আসামি করা হয়েছে।  

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সু-যোগ্য সহকারি কমিশনার(ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার উপ পরিদর্শক এমদাদ  হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স। ঘণ্টাব্যাপী সড়কদিয়ে চলাচলকারি মোটরসাইকেল ও সাধারণ মানুষ কি কারণে বাইরে এসেছে তার সঠিক জবাব দিতে না পারায় অনেক মোটরসাইকেল চালানো ব্যক্তি কে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। 

নিজের ভালোর জন্যে হলেও সামাজিক দুরুত্ব বজায় রাখতে বিশেষ ভাবে আহবান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দিন।


   আরও সংবাদ