ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ ভাদ্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় "আমরাই আগামীর" সংগঠনের খাদ্য বিতরণ


প্রকাশ: ৬ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


চৌগাছায়

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় "আমরাই আগামীর" নামক একটি সেবামূলক ছাত্র সংগঠনের উদ্যোগে ১০০ কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

চৌগাছার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি ও হাকিমপুর ইউনিয়নের স্বরূপপুর ও মাঠচাকলা গ্রামের কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে মঙ্গলবার এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

জনসমাগম এড়ানোর জন্য প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকলের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয় সংগঠনটির স্বেচ্ছাসেবিরা। প্রতি পরিবারে চাল, ডাল, আটা, আলু, পেয়াজ, সাবান, মিষ্টি কুমড়া ও ১টি সাবান প্রদান করা হয়েছে। 

এছাড়াও এসময় স্থানীয়দের মাঝে বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, লিফলেট ও সচেতনামূলক পরামর্শ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আকরামুল ইসলাম, সভাপতি আব্দুর রহমান বাঁধন, সহ -সভাপতি ফাহাদ আল তামিম, সহ-সভাপতি আজিমুর সোহান,সাধারণ সম্পাদক ডি এম আদর, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ আলম ও ইবনে সিনা, সাংগঠনিক সম্পাদক শতদ্রু হোসেন মাহির, দপ্তর সম্পাদক জিসান বারী, সদস্য নাহিদ হাসান, দাতা সদস্য সজিব রহমানসহ স্থানীয়রা।


   আরও সংবাদ